পর পর চারটি বিয়ে করেও বিয়ের ইচ্ছে শেষ হয়নি আলাউদ্দিনের (৩৬)। তাই চতুর্থ স্ত্রীকে না জানিয়ে ঘরে তুলেন পঞ্চম স্ত্রীকেও। আর ওই অপরাধে চতুর্থ স্ত্রীর দায়ের কোপে প্রাণ হারান আলাউদ্দিন। নিজের ঘরে স্ত্রীর কোপে প্রান যায় এই যুবকের। শনিবার দিবাগত রাত ২ টায় চট্টগ্রাম শহরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার ৬নং লেইনে একটি ভাড়া বাসায় ঘটে এই খুনের ঘটনা। নিহতের নাম মো. আলাউদ্দিন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি থানার মঈন উদ্দীনের ছেলে। তবে নিহত আলাউদ্দীন বসুন্ধরা আবাসিকের ৬ নম্বর লেনের মর্জিনার মার কলোনীর ২য় তলায় ভাড়া থাকতেন।এই ঘটনার পর পুলিশ ঘাতক চতুর্থ স্ত্রী নূরজাহানকে (২৩) আটক করে। ঘাতক নুর জাহান নোয়াখালী জেলার মাইজদী থানার মৃত নুরুল ইসলামের মেয়ে।
হালিশহর থানা পুলিশ জানায়, পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রী রোষানলে পড়েন আলাউদ্দিন। শনিবার রাতে চতুর্থ স্ত্রী ঘুমের মধ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে আলাউদ্দিনের। ঘটনার পর প্রতিবেশীদের দেওয়া খবরে ঘটনাস্থলে আসে হালিশহর থানা পুলিশ। এর পর হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা’টিসহ চতুর্থ স্ত্রীকে আটক করে। আটক নুরজাহানকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে