রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন লিয়াকত সালমান। রোববার (২৩ ফেব্রুয়ারী) পড়ন্ত বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।
এসময় প্রশাসন ভবনের সামনে ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এর আগে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের (আরডিসি)’র রেভিনিউ ডেপুটি কালেক্টর ছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবাগত ইউএনও লিয়াকত সালমান ফেনি জেলার সদর উপজেলার বাসিন্দা তিনি। রোববার নতুন কর্মস্থল রাজশাহীর তানোর উপজেলায় যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশুনা করেছেন। তিনি ৩৬তম বিসিএস ক্যাডার অফিসার। ই/তা