জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় ১৩ মাস সার উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি (রোববার)সন্ধ্যা থেকে সার উৎপাদন শুরু হয়েছে। যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড(লভপষ)সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা গত ২০২৪ সালের ১৫ জানুয়ারি তিতাত গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য সার উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে কারখানার সব প্ল্যান্ট বন্ধ হয়ে ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৩ মাস ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকার পর ফের রোববার সন্ধ্যায় সার উৎপাদন শুরু হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন ) দেলোয়ার হোসেন বলেন, তিতাস গ্যাস সরবরাহ না করায় ১৩ মাস সার উৎপাদন বন্ধ ছিল। পুনরায় গ্যাস সরবরাহ করায় আজ রোববার সন্ধ্যা থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। তিনি আরো বলেন, গত ১৩ মাসে কারখানায় বন্ধ থাকায় প্রায় ৮ শত কোটি টাকার ক্ষতি হয়েছে।