চলন্ত বাসে আগুন লাগার ভয়ে চলন্ত বাস থেকে লাফ, অতঃপর মৃত্যু

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৬ পিএম
চলন্ত বাসে আগুন লাগার ভয়ে চলন্ত বাস থেকে লাফ, অতঃপর মৃত্যু

 যশোরের কেশবপুরে চলন্ত বাসে আগুন লেগে যাওয়ার ভয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয় ফায়ার  সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। জানা গেছে, সোমবার দুপুরের যশোর  চুকনগর গামী  একটি যাত্রীবাহী গাড়িতে মাহফুজা বেগম (৪৮) নামে এক মহিলা ইঞ্জিন কভারে বসে ছিলেন। হঠাৎ ওই গাড়ির ইঞ্জিন কভার থেকে ধোয়া বেরোনো শুরু হয়।ওই যাত্রী ভয়ে চলন্ত গাড়ি থেকে লাগিয়ে পড়েন। এতে তিনি মারাত্মক রক্তাক্ত জখম হন।।ঘটনাটি ঘটেছে   যশোর টু চুকনগর মহাসড়কের কেশবপুর উপজেলার আলতাপোল  গোলাঘাটা নামক স্থানের সন্নিকটে। সে মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ মোল্লার স্ত্রী। কেশবপুর থানার কর্তব্যরত দারোগা এস আই মাসুম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে