নওগাঁর মান্দায় রেবা আখতার আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে আলোচনা সভা ও পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, ভাইস প্রিন্সিপাল বেলাল হোসেন, প্রভাষক নুরুজ্জামান, প্রভাষক আব্দুল বারী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক মাহবুবা সিদ্দিকা রুমা, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, এম রেজাউল ইসলাম, নজরুল ইসলাম প্রামাণিক, অভিভাবক শহিদুল ইসলাম প্রমুখ। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।