ঝিনাইদহের কালীগঞ্জে দুটি ইটভাটাই মোবাইল কোর্ট পরিচালিত করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের নেতৃত্বে ইটভাটা দুটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রথমে পিরোজপুর এলাকার জে কে ব্রিকস নামক ইটভাটাকে ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে চাঁদপুর এলাকার কোহিনুর ব্রিকস নামক ইটাভাটাকে ১ লাখ টাকা জরিমানা করে নগদ টাকা আদায় করা হয়। সোমবার এ অভিজান পরিচালিত করা হয়। ইটের ভাটা পরিচালনায় বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ভাটা দুইটিকে এ অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত থেকে সহযোগীতা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাছির রহমান,কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রবিউল ইসলাম,কালীগঞ্জ থানার এস আই শামীমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম মোবাইল কোর্ট পরিচালনার ব্যাপারে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।