রংপুরে দুই ছিনতাইকারীসহ গ্রেফতার ১১

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫০ পিএম
রংপুরে দুই ছিনতাইকারীসহ গ্রেফতার ১১

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুরু হয়েছে 'অপারেশন কম্বাইন্ড পেট্রোল'। এই অপারেশনের অংশ হিসেবে রংপুর মহানগর তাজহাট থানা এলাকা থেকে রাতে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন নগরীর বাবুপাড়া সাজাপুর এলাকার মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে চান মিয়া (২২) ও আনসারী মোড় নোঙ্গরখানা এলাকার বাদশা মিয়ার ছেলে মাহিম (২০)। এছাড়াও ডেভিল হান্ট অপারেশন ও নিয়মিত অপারেশনে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। 

এদিকে রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা এবং চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট স্থাপন করে তল্লাসী করা হয়। এসময় সন্দেহভাজন হলে বাইকার ও অন্যান্য গভীর রাতে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে