গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৯ পিএম
গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ সমাবেশ

সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের বিচার সারা দেশে অব্যাহত নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে বহিষ্কৃত নারী শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধায় ২৫ফেব্রুয়ারী ১ নং রেলগেটে বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলার সভাপতি পরমানন্দ দাস, সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা । বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক কমরেড আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, কামরুল হাসান, সুবর্না বর্মন বন্যা, মোখলেছুর রহমান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সামপ্রতিক সময়ে সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। অর্ন্তবতীকালীন সরকার কোন ঘটনারই বিচার করছেন না। গত ২০ ফেব্রুয়ারী রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী ধর্ষণ হয়।

ওই রাতের লোমহর্ষক ঘটনা ঘটেছে কিন্তু সরকার এখনো কোন ব্যবস্থা নেয়নি বরং দেখছি গ্রেফতারকৃত ড্রাইভার ও সহকারী জামিন পেয়ে গেছে। রংপুরে মিঠাপুকুরে ২১ ফেব্রুয়ারী ফুল কুড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ জানানোর কোন সুযোগ না দিয়ে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এবং প্রক্টর শিক্ষার্থীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। এর তীব্র নিন্দা জানান।

বক্তারা আরো বলেন, একের পর এক ধর্ষণ ঘটছে, কিন্তু সরকার নির্বিকার। গণঅভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হয়েছে।

অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

এছাড়া সারাদেশে যে হারে ছিনতাই, ডাকাতি, লুটপাট শুরু হয়েছে তাতে মনে হয় দেশে কোন আইন আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

সেই সাথে গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর দূর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত রুলক শাস্তির দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে