কেদারপুরে শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫৭ পিএম
কেদারপুরে শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  ১১ সদস্য বিশিষ্ট শ্রমিক দলের এ আহবায়ক কমিটিতে মোঃ জাহিদুল ইসলাম অপুকে আহবায়ক ও মোঃ আফরোজ আহমেদ বাবু শরীফকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেদারপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটিতে মোঃ জসিম উদ্দিন সিকদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোঃ খোকন ঘরামী, মোঃ আজিজুল মুন্সী, মোঃ রাকিব হোসেন, রাকিব মৃধা, মাসুম হাওলাদারকে যুগ্ম-আহবায়ক এবং মোঃ আরিফ হাওলাদার মোঃ রাসেল সরদার, মোঃ রেজাউল বেপারীকে সম্মানিত সদস্য মনোনিত করা হয়েছে।  এদিকে শ্রমিক দলের নবনির্বাচিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কেদারপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড সম্মেলনের  মাধ্যমে শ্রমিক দলের কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।