বছরের পর বছর ধরে নির্মানাধীন খুলনার শিপইয়ার্ড চারলেন সড়ক, সোনাডাঙ্গা বাইপাস ও সিটি বাইপাস লিংক রোডের দ্রুত সংস্কার দাবি করেছেন নগরবাসী। একই সঙ্গে ময়লাপোতা-জিরোপয়েন্ট সড়ক পাওয়ার হাউস মোড় পর্যন্ত বর্ধিতকরণ ও ওয়াসার কাজ দ্রুত সমাপ্তকরণ, ময়লাপোতা মোড়ের সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত শেষ করা এবং নগরীর জলাবদ্ধতা নিরসনের বিষয়টির প্রতিও গুরুত্বারোপ করা হয়।
খুলনা মহানগরীর নির্মাণাধীন শিপইয়ার্ড-রূপসা বাইপাস সড়ক দ্রুত নির্মাণ ও সোনাডাঙ্গা ময়ূর বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা উল্লিখিত বিষয়গুলো তুলে ধরেন।
এফসিডিও'র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট ( বি- স্পেইস) প্রকল্পের সহায়তায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল অনুপ্রেরণায় গঠিত মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম খুলনার ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খাঁন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম ও খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ আরমান সিদ্দিকী।
বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, দৈনিক সময়ের খবরের চিফ রিপোর্টার মোঃ সোহরাব হোসেন, দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, সাংবাদিক আওয়াল শেখ, বিএনপি নেতা মেহেদী হাসান দিপু, মহিলা দল নেত্রী শারমিন আক্তার আঁখি, সমাজ কর্মী শামীমা সুলতানা শীলু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, বিএনপি নেতা মুরশিদুর রহমান লিটন, সমাজকর্মী সিলভী হারুন, ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিয়া আফরিন বৃষ্টি, সাব্বির হোসেন সম্পদ, ইসরাত জাহান দিশা ও সাইফ নেওয়াজ প্রমুখ। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও খুলনা শিপইয়ার্ড সড়কের প্রকল্প পরিচালক মোঃ আরমান হোসেনও এসময় উপস্থিত ছিলেন।
সার্বিক সঞ্চালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনার এরিয়া ম্যানেজার রুবাইয়াত হাসান।
গোল টেবিল বৈঠকে খুলনা শহরের বিভিন্ন এলাকার অলিগলির সড়ক দ্রুত সংস্কার, ড্রেন উঁচু করায় ফুটপাত নিচু হয়ে বিভিন্ন এলাকায় বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ খুলনা-শিপইয়ার্ড ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক বেহাল দশার কারণে দুর্ঘটনার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন না থাকায় দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি করেন বক্তারা। বক্তাদের দাবির প্রেক্ষিতে কেসিসি, কেডিএ ও ওয়াসার প্রতিনিধিরা দ্রুততম সময়ের মধ্যে উল্লিখিত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তারা অফিসিয়াল সীমাবদ্ধতা এবং স্থানীয় জনগণের অসহযোগীতার কথাও তুলে ধরে বলেন, সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেলে নগরীর উন্নয়নে এসব কার্যক্রম দ্রুত করা সম্ভব হবে।