রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমানের সঙ্গে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামত শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এর আগে জামায়াত নেতৃবৃন্দের পক্ষ থেকে ইউএনওকে জায়নামাজ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অধ্যাপক আব্দুল খালেক, ওলামা বিভাগের রাজশাহী জেলার সভাপতি সিরাজুল ইসলাম, তানোর উপজেলা শাখার আমির মাও. আলমগীর হোসেন, নায়েবে আমীর মাও. আনিসুর রহমান, সেক্রেটারী ডিএম আক্কাস, সহ- সেক্রেটারি হাফেজ সৈয়দ আলী ও উপজেলা শুরা সদস্য এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম।
এছাড়াও মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমির মো. জুয়েল রানা, বাধাইড় ইউনিয়ন জামায়াতের আমীর মাও. মো. মাইনুল ইসলাম, চাঁন্দুড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রুহুল আমিন, তানোর পৌর জামায়াতের সেক্রেটারি মো. জুয়েল উদ্দিন, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা মো. আফজাল হোসেন ও সেক্রেটারী মোহাম্মদ মাহবুর চৌধুরী প্রমুখ। ই/তা