দেশ সেরা সহকারি জজকে সংবর্ধনা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৮ পিএম
দেশ সেরা সহকারি জজকে সংবর্ধনা

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জন কারী বরিশালের বাবুগঞ্জের সন্তান হালিমাতুস সাদিয়াকে সংবর্ধনা দিয়েছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ সময় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে হালিমাতুস সাদিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে এক প্রতিক্রিয়া হালিমাতুস সাদিয়া বলেন দায়িত্ব পেলে যে কোন অন্যায় জাজমেন্ট থেকে বিরত থাকবো এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার দায়িত্বে অবি চল থাকবো। সাদিয়া বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের শাহে আলম আকনের মেয়ে ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। শিক্ষা জীবনে সাদিয়া বরিশাল সদর গার্লস থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং বরিশাল সরকারি মহিলা কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।