রাজশাহীর বাঘায় বিএনপির নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের রাজশাহীর জেল হাজতে প্রেরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন, উপজেলা তাঁতী লীগেরর সভাপতি সিরাজুল ইসলাম এবং আ.লীগের নেতা লালচাঁন আলীকে আটক করা হয়। এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ১৭ জানুয়ারি রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। এর অভিযোগে তাদের আটক করা হয়।