শ্রীমঙ্গলে বিভিন্ন সংস্থার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ওসি

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৭ পিএম
শ্রীমঙ্গলে বিভিন্ন সংস্থার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ওসি

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম আজ বুধবার শ্রীমঙ্গলের গ্রীড উপকেন্দ্র, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গলের সদর দপ্তর ও কয়েকটি রিসোর্ট-কটেজের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন দেখতে যান।

তিনি এসব রিসোর্ট-কটেজ ও বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা সরজমিন প্রত্যক্ষ করেন এবং সিকিউরিটি গার্ডদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এরপর তিনি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে যান এবং সহকারি জেনারেল ম্যানেজারের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। এরপর তিনি কয়েকটি রিসোর্ট-কটেজের নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান। 

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ওয়াটসআপ গ্রুপে একটি খুদে বার্তা প্রেরন করেন। এতে তিনি বলেন, ‘সকল রিসোর্ট, কটেজের সম্মানিত মালিকগনের দৃষ্টি আকর্ষন করছি। আপনারা আপনাদের রিসোর্ট/কটেজের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকুন। ডিউটিতে থাকা গার্ড/নিরাপত্তা কর্মীকে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা প্রদান করুন। এদিকে সন্ধ্যার পর শহর ও শহরতলীতে পুলিশি টহল জোরদার করার পাশপাশি সড়ক-মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে বলেও থানা সুত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে