বাগেরহাটের মোরেলগঞ্জে মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু: আঃ আউয়াল হাওলাদার এই মসজিদের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মিছবাহ উদ্দিন,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ মমিনুর ও বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: আশেকুজ্জামান।
গনপূর্ত বিভাগের বাস্তবায়নে তের কোটি টাকায় মসজিদের কাজ সম্পন্ন হয়েছে। তিন তলা বিশিষ্ট মডেল মসজিদটিতে ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা ও সৌন্দর্য্য বর্ধণের জন্য ব্যবস্থা রয়েছে। ভবন নির্মানের ক্ষেত্রে মুসলিম স্থাপত্য শৈলীর নিদর্শন অনুসরণ করা হচ্ছে। প্রতিটি মসজিদে ইমাম ও মোয়াজ্জেন দায়িত্ব পালন করবেন। তারা সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। এর পাশাপাশি মসজিদগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের অফিস থাকবে। কমপ্লেক্সে একটি হলরুম থাকবে। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে সকলে ওই হলরুম ব্যবহারের সুযোগ পাবেন। মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের পাশপাশি শিশুরা ধর্মীয় শিক্ষার সুযোগ পাবে।