পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০১:৫২ এএম
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, শুক্রবার পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সন্দেহভাজন এক বাংলাদেশি গরু ব্যবসায়িকে গুলি করে হত্যা করা হয়েছে। সীমান্তে সত্যা এমন সময় ঘটলো যখন ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। নিহত আনোয়ার হোসেন জেলার তেতুলিয়া উপজেলার দেবনগড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।

নীলফামারীর বিজিবি ৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

বিএসএফ দাবি করেছে যে সন্দেহভাজন চোরাকারবারীরা অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করার চেষ্টা করলে তারা পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার মারা যান। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায় বলে বিজিবি কর্মকর্তারা জানান। সীমান্ত থেকে গুলির শব্দ শুনে বিজিবি সদস্যরাও ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। লাশ ফিরিয়ে আনার জন্য পতাকা বৈঠক ডাকা হবে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, তারা আনুষ্ঠানিকভাবে ঘটনার প্রতিবাদ জানাবেন।

আপনার জেলার সংবাদ পড়তে