নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলার আসামী গ্রেফতার

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১৮ পিএম
নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলার আসামী গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে এক অভিযান চালিয়ে আল আমিন ওরফে হামিদুল ইসলাম(২০) নামে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মধ্যম মাগুড়া (কাঠালপাড়া) গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান,ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর গত ২৬ আগষ্ট নবাবগঞ্জ থানায় দায়ের করা আলোচিত ট্রিপল হত্যা মামলার অন্যতম আসামী আল আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার তাকে দিনাজপুর জেল-হাজতে প্রেরণ বরা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে