বাঘায় কৃষককে কুপিয়ে জখমের অভিযোগে যুবক গ্রেফতার

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩২ পিএম
বাঘায় কৃষককে কুপিয়ে জখমের অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহীর বাঘায় জামিল হোসেন (৫২) নামের কৃষককে চাইনিস কুড়াল দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে সৈকত হোসেন শাওনকে (২১) গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার  সৈকত হোসেন শাওন বাউসা ইউনিয়নের হরিনা বিনিময়পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত জামিল হোসেন একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

জানা গেছে, পূর্বের জের ধরে উভয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে মঙ্গলবার জামিলল হোসেনের বাড়ির সামনে একা পেয়ে সৈকত হোসেন শাওনসহ ১৫/১৬ জনের একটি দল বাঁশের লাঠি, লোহার রড়, চাইনিল কুড়াল, রামদা নিয়ে হামলা করা হয়। এ হামলায় জামিল হোসেন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জামিল হোসেন বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সৈকত হোসেন শাওনকে বাঘা থানার পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামন বলেন, সৈকত হোসেন শাওনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে