বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবস উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা র্যালি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উওম কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, অতিরিক্ত পুলিশ সুপার রুহল আমিন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদারমুক্ত করা হয়। তৎকালীন তরুণ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই এর নেতৃত্বে বর্তমান থানার পাশের পানির ট্যাংকে বাংলাদেশের পতাকা উড়িয়ে কুড়িগ্রামকে হানাদারমুক্ত করে স্বাধীন বলে ঘোষণা দেওয়া হয়। এছাড়াও তারা বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক উওম কুমার জানান বাঙালি জাতি বীর মুক্তিযোদ্ধাগণকে আজীবন সম্মান প্রদর্শন ও স্মরণ করবে।