ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ভালো পারফরম্যান্স করে যাচ্ছে লিভারপুল। অল রেডরা যেন হারতেই ভুলে গিয়েছে। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে তাদের পারফরম্যান্স বেশ নজর কাড়া। ইপিএলের ম্যাচে গত বুধবার দিবাগত রাতে আরেক শক্তিশালী ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। ফলে এই মৌসুমের লিগ প্রতিদ্বন্দ্বী আর্সেনাল অপেক্ষা ১৩ পয়েন্ট এগিয়ে গেল আর্নে স্লটের দল। ম্যাচ শেষে লিভারপুলের ডাচ ম্যানেজার স্লট জানালেন দলের মানসিকতায় তিনি দারুণ খুশি। যদিও এই ম্যাচটা গ্যালারি থেকে দেখতে হয় লিভারপুল বসকে। এভারটন ম্যাচে রেফারির সঙ্গে কথা কাটাকাটি করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন এই ৪৬ বছর বয়সী ম্যানেজার। তবে এর প্রভাব পড়েনি অল রেডদের খেলায়। ঘরের মাঠে অ্যানফিল্ডে ম্যাচের ১১ মিনিটেই দমিনিক সবোসলাইয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। গ্যালারিতে বসে খেলা দেখা স্লট ম্যাচের পর গণমাধ্যমকে বলেন, “আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি দলের মানসিক শক্তি দেখে। বিশেষ করে তারা নিউক্যাসল এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দুটি যেভাবে খেলেছে। সবাই আমাদের খেলা নিয়ে প্রশ্ন তুলেছিল এভারটন এবং উলভসের ম্যাচের পর।” বেশি প্রশংসায় ফুটবলারদের গা-ছাড়া ভাব চলে আসে। তবে লিভারপুলের খেলোয়াড়দের মাঝে সেটা নেই বলেই দাবি করেন স্লট, “যদি বেশি প্রশংসা পায় তাহলে ১০ জনের মধ্যে ৮ জন একটু অলস হয়ে যায়। শুধু যারা কিছু অর্জন করতে চায় তারা তা করেন না। আর সেই মানসিকতা আমরা আজ রাতে দেখেছি।” ইংলিশ প্রিমিয়ার লিগের চূড়ায় থাকা লিভারপুলের সংগ্রহ ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট।