রমজানে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সিলেটে বিক্ষোভ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৮ পিএম
রমজানে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সিলেটে বিক্ষোভ

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা বাসদ (মার্কসবাদী)। সমাবেশে সভাপতিত্ব করেন কমরেড সঞ্জয় কান্ত দাস এবং পরিচালনা করেন সুমিত কান্তি দাস। বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায় ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল।

বক্তারা বলেন, “রমজানে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়ে, এবারও তাই হচ্ছে। পোলট্রির দাম কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে, বাজারে তেলের সংকট, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

তারা আরও বলেন, “দেশে খুন, ধর্ষণ, ছিনতাই বেড়ে গেছে। মানুষ আতঙ্কে আছে, কিন্তু সরকার অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে না।” বক্তারা সরকারের কাছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে