সরকার দৃষ্টি নিলে রাজস্ব বাড়ার সম্ভাবনা

নিকলীতে ১৫ বছর পর গরুরহাটে ইজারা সর্বোচ্চ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৭ পিএম
নিকলীতে ১৫ বছর পর গরুরহাটে ইজারা সর্বোচ্চ

কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি একটি হাওর অধ্যুষিত উপজেলা। সেই উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলায় প্রায় ২ লক্ষাধিক জনগণের বসবাস। জারইতলা ইউনিয়নের আঠারোবাড়িয়া গরুরহাটটি গত সাড়ে ১৫ বছরের মধ্যে এই বছর সর্বোচ্চ ইজেরা হয়েছে ৩ কোটি ১ লক্ষ ৫০টাকা। ৭টি ইউনিয়নের ১০ হাট-বাজারের ইজারা প্রধান করা হয় এতে শিডিউল ক্রয় করে বিভিন্ন গ্রামে ৭৪ জন ইজারা দার। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা হল রুমে এটি প্রকাশ করা হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, জারইতলা ইউনিয়ের আঠারোবাড়িয়ার গোপিরায়ের গরুরহাট জেলার মধ্যে প্রতিবারের মতো এবার ও সর্বোচ্চ ইজারা হয়েছে। এবাজারটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বুধবার গরু,ছাগল,মহিষের হাট বসে। দেশের কয়েক জেলার  পাইকাররা এই গরুর হাটে আসেন। প্রতি হাটে লক্ষ লক্ষ টাকার গরু,ছাগল,মহিষ বিক্রি হয়। কিন্তু এইবাজারে জায়গার সংকুলান করলে সরকার প্রতি এই বাজার থেকে কোটি টাকার রাজস্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হাটটি আঠারোবাড়িয়া এলাকার ১৩ সমাজ একত্র হয়ে বাজারটিকে চালান। বাজারের আয় দিয়ে মসজিদ,গরিব ও এতিমদের সাহায্য করা  হয়। গত বৃহস্পতিবার শিডিউল প্রকাশ অনুষ্ঠানে হাট বাজার ইজারা কমিটিতে নিখলী উপজেলা কর্মকর্তা পাপিয়া আক্তার,উপজেলা প্রপকৌশলী সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির উপস্থিত ছিলেন। সর্বশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার গরুহাটের সর্বোচ্চ দরদাতা আঠারোবাড়িয়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে আলী জামসেদের নাম প্রকাশ করেন। ৩ কোটি ১ লক্ষ ৫০ হাজার ৮ শত টাকার মধ্যে শিডিউল জামা দেন। জানাযায়, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদের আমলে অনেক কমে এই বাজারটি ইজারা দেওয়া হতো। একই সঙ্গে সরকার এই বাজার দিকে রাজস্ব কম পেয়েছেন। এই বিষয়ে সর্বোচ্চ করদাতা আলী জামসেদ দুঃখ প্রকাশ করে বলেন, প্রায় ১২ বছর আওয়ামীলীগের লোকজন এবং উপরমহলের তৎবীরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বাজারটির ইজারা নিয়েছেন। তিনি বলেন, এই বছর কিশোরগঞ্জ জেলার মধ্যে এই গরুর বাজারের সর্বোচ্চ ইজরা হয়েছে। তিনি আরো বলেন, সর্বোচ্চ ইজারা হয়েছে ঠিকই! কিন্তু যদি সরকার এই বাজারটির সম্প্রসারিত করেন, তবে হয়তো এই বাজারের ইজারা সামনের বছর আরো ভাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। এইবাজার থেকে কতিপয় ইজারাদাররা কোটি কোটি টাকা বাণিজ্য করে নিয়ে গেছেন। তারা এখন আঙ্গল ফুলে কলা গাছ হয়ে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে