নোয়াখালীর সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত মোঃ আমিন উল্লাহ (৫৫) উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নং পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়ির মনু মিয়ার ছেলে এবং পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এবং ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে লাশ পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টারদিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানাযায়, বৃহস্পতিবার সকালে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতে যায়। ওই সময় ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্যাহকে আঘাত করলে তার গলায় ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। তাৎক্ষণিক বাড়ির লোকজন গুরুত্বর আহত আমিন উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোঃ হযরত আলী মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আব্দুল মোতালেব ঘটনার পর পরই পালিয়ে যায়। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অজুনতলা নামক সনথান থেকে অভিযুক্তের মোবাইলফোন উদ্ধার করা সম্ভব হলেও তাকে আটক করা সম্ভভ হয়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতন্ত শেষে লাশ, দাফনের পর মামলাটি দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।