লাইমলাইট থেকে খানিক দূরে ছিলেন কিয়ারা আদভানি। দেখা যাইনি নতুন সিনেমার প্রচারেও। ঠিক তখনই সামনে এল কারণ; সদস্য সংখ্যা বাড়তে চলেছে কিয়ারা আদভানি আর সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে। গতকাল শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটা জানিয়েছেন তারা নিজেরাই। মা-বাবা হওয়ার সুখবর দিয়ে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি লেখেন, ‘জীবনের সবচেয়ে দামি উপহার।’ সঙ্গে শেয়ার করেছেন ছোট্ট একজোড়া সাদা উলের মোজা। তারকা দম্পতির হাতে ধরা সেই মিষ্টি মোজা। আর সেই ছবি পোস্ট করেই খুব শিগগিরই সন্তান আসছে বলে জানালেন তারা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। জাকজমকপূর্ণ বিয়ে হয়েছিল তাঁদের। রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিল বিয়ের আসর।