মান্দায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের গ্রেপ্তার ১

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১৬ পিএম
মান্দায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের গ্রেপ্তার ১

নওগাঁর মান্দায় একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান (৩০)। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মজের আলীর ছেলে।

পুলিশের একটি সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি দুপুরে মান্দা ফেরিঘাট এলাকা থেকে খাইরুল ইসলাম নামের এক ব্যক্তির পালসার মোটরসাইকেল চুরি যায়। ভুক্তভোগী খাইরুল ইসলাম নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নরে গয়েশপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় তিনি মান্দা থানায় একটি অভিযোগ করেন।   

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আগামিকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে