পোরশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০১:২৮ পিএম
পোরশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

নওগাঁর পোরশায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছে। এদের মধ্যে একজন পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার সারাইগাছি-আড্ডা রোডের মধুপুর পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার  শিয়ালডাঙ্গা গ্রামের রাবনের ছেলে হরীলাল (৩০) এবং নোনাহার গ্রামের রুবিয়ারের ছেলে শ্রনাথ (৪০) সারাইগাছি থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। মধুপুর পাকা রাস্তার উপর পৌঁছালে কুশারপাড়া মোড়ের দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন আরোহী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন। এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।