দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কৃত্তিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জন রোধ ও হোটেল রেস্তোরা মনিটরিং-এ ময়মনসিংহের ত্রিশালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর নির্দেশনা মোতাবেক ত্রিশাল পৌরসভা বাজার ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকায় বাজার ও হোটেল রেস্তোরা মনিটরিং করা হয়।
এ সময় বাজারের ব্যবসায়ীদের আইন মেনে সঠিক পন্থায় ব্যবসা করার জন্য সচেতন করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মূল্য তালিকা সঠিকভাবে হালনাগাদ না করার জন্য এবং হোটেলে পঁচা-বাসী খাবার রাখার কারণে অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এ অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টীম সহযোগিতা করেন।
জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকার ঘোষণা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান জানান, গুদামে মালামাল মজুদ রেখে বাজরে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মূল্যে বিক্রি থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সচেতন করেন এবং সরকারী মূল্য তালিকা প্রতিটি দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করার আহবান জানান।