কমলগঞ্জে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০২:৩৪ পিএম
কমলগঞ্জে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য পন্য দ্রব্যর মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে  এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। 

 সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা আমীর মো. মাসুক মিয়া, সেক্রেটারি এড. কামরুল ইসলাম, সহ-সেক্রেটারি মো. মনসুর আলী, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি তানভীন আহমদ ওয়াসিম প্রমূখ।

সমাবেশে বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে  সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। এ সময় বক্তারা  আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব।

আপনার জেলার সংবাদ পড়তে