বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ৯৭তম অস্কার আসর। ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইতোমধ্যেই একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এবার কোন সিনেমা ও শিল্পীরা এগিয়ে রয়েছেন, তা নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা।
এবারের অস্কারে সবচেয়ে বেশি ১৩টি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। এটি ইংরেজি ভাষার বাইরের প্রথম সিনেমা, যা এত বেশি বিভাগে মনোনীত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ।
১০টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দুটি সিনেমা— ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’। ‘উইকেড’ সিনেমার কল্যাণে এবার অস্কারের দৌড়ে রয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। সিনেমাটি সেরা চলচ্চিত্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে মনোনীত হয়েছে।
অস্কারের জমকালো আয়োজনের দিকে তাকিয়ে আছে বিশ্ব চলচ্চিত্রপ্রেমীরা। এবারের আসরে সঞ্চালকের ভূমিকায় থাকবেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ও সাবেক লেট-নাইট হোস্ট কনান ও’ব্রায়েন।
সিনেমা প্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হতে আর বেশি দেরি নেই। আগামী ২ মার্চ দেখা যাবে, কে হাসবেন শেষ হাসি, কাদের হাতে উঠবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্বর্ণমূর্তি।