দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য কিম সোক-জিন (জিন)-কে সম্মতি ছাড়া চুমু দেওয়ার ঘটনায় আইনি জটিলতায় পড়েছেন পঞ্চাশোর্ধ্ব এক জাপানি নারী।
২০২৪ সালের ১৩ জুন, ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে ভক্তদের জন্য ‘ফ্রি হাগ’ ইভেন্টের আয়োজন করেছিলেন জিন। সিউলে আয়োজিত সেই অনুষ্ঠানে প্রায় ১,০০০ ভক্ত অংশ নেন। তবে অনুষ্ঠানের এক পর্যায়ে ওই নারী আকস্মিকভাবে জিনের গালে চুমু দিয়ে বসেন। মুহূর্তের মধ্যে ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সংপা পুলিশ স্টেশন যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অনলাইনে অভিযোগ পাওয়ার পর জাপানি পুলিশের সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্ত করা হয়। তবে তিনি পুলিশের তলবে সাড়া দেননি এবং এখনো জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে একে তারকাদের ব্যক্তিগত সীমার লঙ্ঘন বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে মাত্রাতিরিক্ত ভক্তিপ্রকাশের একটি ঘটনা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, বিটিএস ২০১৩ সালে গঠিত হয় এবং ৩২ বছর বয়সী জিন এই ব্যান্ডের সবচেয়ে সিনিয়র সদস্য। সামরিক সেবা শেষে তিনি ভক্তদের জন্য বিশেষ আয়োজন করলেও অপ্রত্যাশিত এই ঘটনার কারণে বিষয়টি এখন আইনি জটিলতায় জড়িয়ে গেছে।