রমজান উপলক্ষে কম মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০৪:৩৯ পিএম
রমজান উপলক্ষে কম মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন
রমজান মাসজুড়ে কম মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষে ভোগ্যপণ্য সরবরাহকারী শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ৫০ হাজার অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে রাজশাহী মহানগরীর বামনশিখর খড়খড়িতে গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বকস্ মন্ডল ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম বলেন, রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে তাকওয়া অর্জন তথা আত্মশুদ্ধির জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তবে অনেকে এই মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে নেয়। নাবিল গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে ব্যবসা করে। এজন্য পবিত্র রমজান মাসে দেশের অসহায় গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্তত ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. জাহান বকস্ মন্ডল বলেন, পবিত্র রমজান মাসে ধনি-গরিব সবার পরিবারেরই খরচ বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। এছাড়া হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তসহ সবার কম খরচে পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে। নাবিল গ্রুপ গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক।
আপনার জেলার সংবাদ পড়তে