"চৌমুহনী পৌরসভার অঙ্গিকার, নগর হবে পরিস্কার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৌমুহনী পৌরসভা এলাকায় বাসা-বাড়ীর বর্জ্য পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এর আওতায় ও ডাস্টবিন বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের লোকনাথ মন্দির প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। বর্জ্য পরিষ্কার এর জন্য নিয়োজিত প্রতিষ্ঠান কুমিল্লা নির্মল বাংলা কোম্পানি লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়। উক্ত প্রতিষ্ঠান ও পৌরসভার উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও চৌমুহনী পৌরসভার প্রশাসক মোঃ আরিফুর রহমান।
পৌরসভার সচিব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় ও প্রকৌশলী মোজাম্মেল হক এর সার্বিক সহযোগিতায় বক্তব্য রাখেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, চৌমুহনী শহর জামাতের আমির জসিম উদ্দিন ও সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, চৌমুহনী এস এ কলেজের সাবেক জি.এস নিজাম উদ্দিন রুবেল, মডার্ন ফুডের সত্বাধীকারী মোঃ দেলোয়ার হোসেন, নির্মল বাংলা প্রাইভেট লিমিটেড এর কার্যক্রম নিয়ে আলোচনা করেন চেয়ারম্যান মোহাম্মদ আসাদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ।