কালীগঞ্জে রমজান উপলক্ষ্যে মতবিনিময় সভা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০৭:২৮ পিএম
কালীগঞ্জে রমজান উপলক্ষ্যে মতবিনিময় সভা

ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণ, যানজট নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।শনিবার (১ মার্চ) বিকাল ৩ টায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে শুরু হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম,অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, পৌর  নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম,দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সাংবাদিক জামির হোসেন, রফিকুল ইসলাম, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কালীগঞ্জ পৌর ব্যাবসী সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ইনতাদুল হক ইন্তা, সহ সাধারণ সম্পাদক আল আমিন, আক্তার হোসেন দোলা, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব,প্রচার সম্পাদক আজিজুল জমিদার সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন,পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলীম প্রমুখ।মত বিনিময় সভাটি সঞ্চালনা করেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর কবির। উক্ত সভার সভাপতি পৌর প্রশাসক দেদারুল ইসলাম বলেন,যানজট নিরসনে পৌরসভা এবং পুলিশের সহায়তায় কার্যকারী পদক্ষেপ নেওয়া হবে। বাজারে পুলিশি টহল বাড়ানো হবে।দ্রব্যমূল্যের ব্যাপারে বাজার তদারকী এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সর্বপরি সকলের সহযোগিতা নিয়ে রমজান শেষে ভালোভাবে যাতে আমরা ঈদুল ফিতর উদযাপন করতে পারি সে ব্যাপারে সকলে সচেস্ট থাকবো।

আপনার জেলার সংবাদ পড়তে