বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও রমজানের পবিত্রতা রক্ষায় পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করেছেন বকশীগঞ্জ থানা পুলিশ।২ মার্চ রোববার দুপুরে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, হোটেল, বিভিন্ন বিপনিবিতান সহ নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন এবং রমজানের পবিত্রতা রক্ষার্থে করনীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন। সে সময় ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্যে বৃদ্ধি না করতে অনুরোধ করেন এবং প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। কোন ব্যাবসায়ী যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ রেখে কৃত্রিম সঙ্কট তৈরী করে বাড়তি দামে বিক্রির চেষ্টা করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারী দেন তিনি ।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, রোজাদার ব্যক্তি যেন বাজারে এসে দ্রব্যমূল্য নিয়ে মন খারাপ না করেন সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। কেউ যদি কৃত্তিম সংকট তৈরি করে ফাঁয়দা লুটার চেষ্টা করতে চায় তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।