০২ মার্চ ২০২৫ তারিখ পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার পৌরসভাস্থ বিভিন্ন বাজারে দিনব্যাপী মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুত ও উচ্চ মূল্যের অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম চলমান আছে ও থাকবে।