বাংলাদেশ কেউ দখল করতে পারবে না: মেজর হাফিজ

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:২০ এএম
বাংলাদেশ কেউ দখল করতে পারবে না: মেজর হাফিজ

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বললেন, বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল, তারা আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক নেতা নষ্ট করেছে।

বিএনপির এ নেতা বক্তব্যেই আরও যোগ করে বলেন, আমরা ভারতের বন্ধু হয়ে থাকতে চাই, কিন্তু ভারতে ধর্মীয় বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছে বিজেপি। বাংলাদেশ কারও জন্য হুমকি নয়। তবুও বাংলাদেশকে ধ্বংস করতে বিজেপি সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে।

মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে মেজর হাফিজ বলেন, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নেই, নিজেদের দেশে শান্তিরক্ষী বাহিনী নেন।

বাংলাদেশের পতাকা পোড়ানোর অধিকার কারও নেই। আমাদের দেশকে কেউ দখল করতে পারবে না বলে যোগ করেন তিনি।


আপনার জেলার সংবাদ পড়তে