চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় আমান শাহ মাজার থেকে তারাবীর নামাজ শেষে বাসায় ফেরার পথে ওই খুনের ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই সোহরাব হোসেন।
পুলিশ সূত্রে জানাগেছে, অন্তত ৩৪ বছর বয়সী এক যুবক আমানত শাহ মাজারে তারাবীর নামাজ শেষে বাসায় ফেরার সময় ছিনতাইকারীরা তার পথরোধ করে। এরপর মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিরোধ করলে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।
এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় ঘটনাস্থলে গিয়ে একজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। নিহত যুবকের লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। আটক ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় দিনে-রাতে চুরি এবং ছিনতাই বেড়ে গেছে। এতে নগরবাসী উদ্বিগ্ন।