কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নির্বাচন অফিসে রোববার সপ্তম জাতীয় ভোটার দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু মোঃ আশরাফ উদ্দৌলা সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বলেন বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটাধিকার সম্পর্কে সচেতনা বাড়ানোই এই দিবসের লক্ষ্য। প্রতিটি নাগরিকের দায়িত্ব ১৮ বছর হওয়ার সাথে সাথে ভোটার হওয়া। এ ক্ষেত্রে প্রবাসীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভোটাধিকার শুধু নই দেশের যেকোন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে ০১ জানুয়ারী ২০০৮ বা তার পূর্বে জন্ম গ্রহণকারী নাগরিকদের ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫এ নিবন্ধন বাজিতপুর পৌরসভা সহ ১১টি ইউনিয়ন এই কার্যক্রম এই সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বলে অফিস সূত্রে জানাগেছে।