চকবাজার থানার ওসির গ্রামের বাড়িতে গুলি বর্ষণ, গরু লুট

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০৭:২৩ পিএম
চকবাজার থানার ওসির গ্রামের বাড়িতে গুলি বর্ষণ, গরু লুট

চট্টগ্রামের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের পেকুয়ার গ্রামের বাড়িতে গভীর রাতে গুলি বর্ষণ করে গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা দুটি গরুও লুট করে নিয়ে যায়। রোববার রাত ২টায় পেকুয়া-বরইতলী সড়কের হাজীরঘোনা চড়াপাড়া (সালাহউদ্দিন ব্রিজ নামে পরিচিত) এলাকায় মাস্টার আহমদ কবিরের বাড়িতে গরু ডাকাতির ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পেকুয়া থানা পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,  রাতে গরুর খামারের লোকজন ঘুমিয়েছিল। হঠাৎ পরপর গুলির শব্দে সবার ঘুম ভেঙে যায়। পরে বাইরে রাস্তায় দাঁড়ানো পিকআপ গাড়িতে খামারের দুইটি গরু তোলা হয়। এরপর ডাকাতরা গরু দুটি নিয়ে বিনা বাধায় চকরিয়ার বরইতলী রাস্তার মাথার দিকে চলে যায়। মাস্টার আহমদ কবিরের বড় ছেলে জাহেদুল কবির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার ওসি। মাস্টার আহমদ কবিরের ছোট ছেলে মনিরুল কবির রাশেদ একজন গরুর খামারি।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ অঞ্চলের গরু চোর সিন্ডিকেটের শীর্ষ ডাকাত আলোচিত চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করে চকবাজার থানার ওসি জাহেদুল কবির। শীর্ষ ওই গরুর চোর সিন্ডিকেটের প্রধান নবী হোছাইনের অনুসারীরা তাদের লিডারকে গ্রেফতার করার ক্ষোভ থেকে ওসির গ্রামের বাড়ির গরু ডাকাতি করার গঠনা ঘটিয়ে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখার দাবি করেন স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ সিরাজুল মোস্তফা সাংবাদিকদের বলেন, গভীর রাতে চোরের দল দুটি গরু নিয়ে যায়। সেখানে চিহ্নিত চোরদের ধরতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে