মোল্লাহাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০২:৩৪ পিএম
মোল্লাহাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে উপজেলাধীন চুনখোলা বাজার ও হাটে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। এসময় চুনখোলা হাট ও বাজারে ঘুরে ঘুরে দ্রব্য মূল্যের খোঁজ খবর নেয়া সহ অধিক লাভের আশায় যেন অসামঞ্জস্যপূর্ণ মূল্যে কোন কিছু বিক্রি করা না হয়, সে বিষয়ে সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক মুদি ব্যবসায়ীর অর্থদণ্ড করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী জানান, এ মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে