রংপুরে ইটভাটা ভেঙ্গে দেয়ার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০৪:০৭ পিএম
রংপুরে ইটভাটা ভেঙ্গে দেয়ার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

রংপুরে ইটভাটা ভেঙ্গে দেয়ার প্রতিবাদ ও মোবাইল কোর্ট পরিচালনা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইট ভাটা মালিক ও শ্রমিকরা। আজ বুধবার দুপুরে রংপুর নগরীর জিলা স্কুল মাঠে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে ইট ভাটা মালিক শ্রমিকরা। 

রংপুর জেলা ইটভাটা মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, একটা স্মারক লিপি পেয়েছি। আজকের মধ্যেই উপদেষ্টা মহোদয়ের কাছে পাঠিয়ে দিবো। আপনারা জানেন এগুলো সেন্টাল গভমেন্টের সিদ্ধান্ত। সেখান থেকে সিদ্ধান্ত আসলে আমরা আমাদের মতো করে কাজ করার চেষ্টা করব। 

এতে ইট ভাটা মালিক সমিতির সহ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন,সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, সহ-সভাপতি মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল কাফী,পরিবেশ সম্পাদক রঞ্জু হাজীসহ অন্যরা। এসময় ইট ভাটায় মোবাইল কোর্টের পুনরাবৃত্তি ঘটলে ম্যাজিস্ট্রেটসহ অভিযান পরচালনাকারীদের অবরুদ্ধ করে রাখার ঘোষণা দেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে