শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: খসরু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০৪:১৫ পিএম
শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের বললেন, শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক। বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগে বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। 

আমীর খসরু বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বিএনপির এ নেতা বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিভিন্ন প্রস্তাব জুড়ে দেওয়া শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট চরিত্রের মতো।

আপনার জেলার সংবাদ পড়তে