বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০৪:৫৭ পিএম
বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ  অভিযান পরিচালনা করেছেন  উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ৬ ফেব্রুয়ারী  বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৪টি ইটভাটায় ওই  অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।

ওই অভিযানের সময় উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত থ্রি স্টার  ব্রিকস , মেসার্স রহমত উল্লাহ  ব্রিকস, নাফিস  ব্রিকস ও উজ্জ্বল ব্রিকসসহ চারটি ইট ভাটায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। ওই অভিযান পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও বকশীগঞ্জ থানা পুলিশ।বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা



আপনার জেলার সংবাদ পড়তে