গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ( রেজিঃ ১৪০৭) উদ্যোগে মৃত শ্রমিকদের অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বিকালে শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আশরাফুল আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন, শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি এস এম মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ। শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ জানান, ১৩ জন মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে এবং ৩ জন অসহায় শ্রমিক পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।