নোয়াখালী জমিন নিয়ে বিরোধ, নিহত- ১

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৮ পিএম
নোয়াখালী  জমিন নিয়ে বিরোধ, নিহত- ১

নোয়াখালীর বেগমগঞ্জ প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে । আজ শুক্রবার বিকেলে উপজেলার মিরওয়ারীশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে লেদুর বাপের বাড়ির আনোয়ার মিয়ার পুত্র বাবুল মিয়ার সাথে একই এলাকার আঃ মান্নানের জমিন নিয়ে বিরোধ চলে আসিছিল। ঘটনার সময় মান্নান বিরোধের জমিতে কাজ করতে লোকজন নিয়ে আসে । এ সময় বাবুল বাধা দেয় । এতে ক্ষিপ্ত হয়ে বাবুল মিয়ার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকেরা । এতে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বাবুল। জানাগেছে নিহত বাবুল কিছু দিন আগে স্ট্রক করেছিলো। ঘটনার পর লাশ স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে একটা পক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ও ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান এর সাথে আলাপ করলে তিনি  বলেন অভিযোগের খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের আলোকে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্হা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে