কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।
এ উপলক্ষে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নেয় জিয়া সাইবার ফোর্স ফুলবাড়ী উপজেরা শাখা। কর্মসূচীতে ছিলো সকাল ১০ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে ৪ টায় আনন্দ র্যালী, বিকেল ৫ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স ফুলবাড়ী উপজেরা শাখার সভাপতি রোকনুজ্জামান লাকু। উপস্থাপনায় ছিলেন জিয়া সাইবার ফোর্স ফুলবাড়ী উপজেরা শাখার সাধারন সম্পাদক শাহীন আলম পেয়ারা।
এতে বক্তব্য রাখেন আলোচনা সভার প্রাধান আলোচক উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মের হক মাষ্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব অপূর্ব লাল সেনসহ আরও অনেকে।
স্বাগত বক্তব্যে জিয়া সাইবার ফোর্স ফুলবাড়ী উপজেরা শাখার সভাপতি রোকনুজ্জামান লাকু বলেন, যখন বিএনপির কথাসহ দেশের ঘটনামান ঘটানো তুলে ধরতে যখন একপক্ষ মিডিয়া বৈষম্য করেছিলো। ঠিক সেই সময়ে জিয়া সাইবার ফোর্স আওয়ামী লীগের জুলুম-নির্যাতন সহ্য করে তা অনলাইনের তুলে ধরার অগ্রণি ভূমিকা পালন করে।
আলোচনা সভা শেষে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মুনসেফ।
দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নজির হোসেন থাকার কথা থাকলেও তিনি অসুস্থ্যতার কারনে উপস্থিত থাকতে পারেননি।