চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে কুখ্যাত গরুচোর ১৩ মামলার আসামি বেজি সুজন গ্রেপ্তার হয়েছে।
০৫/০৩/২০২৫ খ্রিঃ তারিখ বিকেল সাড়ে পাঁচটায় মুহাম্মদ আব্দুর রকিব, পুলিশ সুপার, চাঁদপুর সার্বিক দিক নিদের্শনায় মোঃ রবিউল হক, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ জাফর আহমেদ ও এসআই নিঃ মোঃ খুরশীদ আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৪৩/২৪ (মতলব উত্তর) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ সুজন প্রকাশ বেজি সুজন (৪০) পিতা- মোঃ ওমর আলী মিস্ত্রি, সাং- আদুরভিটি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। এছাড়াও উক্ত আসামী মতলব উত্তর থানার ,এফআইআর নং-৫, তারিখ- ০৩ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-৪৯, তারিখ- ০৩ ফেব্রুয়ারি, এবং মতলব উত্তর থানার মামলা নং-০৭ তাং ১২ /০৯/২৪ ধারাঃ ৪৫৪/৩৮০ এবং মতলব উত্তর থানার মামলা নং ১৭ তাং ০৯/০২/২৫; ধারা- ৩৯৯/৪০২ পেনালকোড এবং মতলব উত্তর থানার মামলা মং -০৫ তাং ০৩/০২ ২৫ ধারাঃ ৪৫৭/৩৮০/৪১১, ১৮৬০; এর ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারার স্বীকারোক্তি মতে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী। গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।