রাজশাহীর বাঘায় শিপন হোসেন (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী মৃগীরোগীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটেছে। শিপন হোসেন উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মোল্লাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
জানা গেছে, শিপন হোসেন একজন বুদ্ধি প্রতিবন্ধী ও মৃগীরোগী। সে বৃহস্পতিবার দুপুরে প্রকৃতির ডাকে খোলা আকাশের নিচে পায়খানা করে পুকুরের পানি ব্যবহার করতে যান। এ সময় তার মৃগীরোগে আক্রমন করে এবং পুকুরের পানিতে পড়ে ডুবে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। সে একজন প্রতিবন্ধী ও মৃগীরোগী। এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।