মাহে রমজান উপলক্ষ্যে কমমূল্যে টিসিবির পণ্য পাচ্ছেন ৯৭ হাজার ৫০৫টি পরিবার। এর মধ্যে ৯৫ হাজার ৫০৫টি পরিবারকে স্মার্টকার্ডের মাধ্যমে এ সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঝিনাইদহ শহরের ৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। এতে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর, আরাপপুর ও হামদহ এলাকায় গিয়ে দেখা যায় ট্রাকে করে জেলা ভোজ্যতেল, চিনি, ছোলা/বুট ও মসুর ডাল বিক্রি করা হচ্ছে। কম মূল্যে টিসিবির পণ্য নিতে আসা নারী-পরুষের দীর্ঘ লাইন চোখে পড়ছে। ঝিনাইদহ শহরের জেলা ও দায়রা জজ আদালত এলাকায় পণ্য বিক্রি শুরু হয় বৃহস্পতিবার সকাল ১০টায়। একই সময় শহরের আরাপপুর, হামদহ, ওয়াজির আলী হাইস্কুল ময়দানসহ ৫টি স্থানে বিক্রয় কার্যক্রম শুরু হয়। ঝিনাইদহ টিসিবি ডিপোর সহকারী পরিচালক আকরাম হোসেন জানান, ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন ২ হাজার পরিবারের মাঝে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। এ ছাড়া টিসিবির নির্ধারিত স্মার্ট কার্ডের মাধ্যমে ঝিনাইদহের ইউনিয়ন পর্যায়ে ৯৫ হাজার ৫০৫টি পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।ট্রাকে থাকা ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা/বুট দেয়া হচ্ছে। দাম পড়ছে ৪৫০ টাকা। তবে টিসিবির কার্ডধারী নয় এমন ব্যক্তিরা কেবল ২ কেজি ছোলা/বুট পাচ্ছেন।
টিসিবি ডিপোর সহকারী পরিচালক আকরাম হোসেন অভিযোগ করেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কিছু জায়গায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে টিসিবির কার্ড বা পণ্য ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটছে। এরকম বেশ কয়েকটি অভিযোগ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়েছে।