জিয়ানগর উপজেলা বিএনপির কমীর্ সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৭:২৮ পিএম
জিয়ানগর উপজেলা বিএনপির কমীর্ সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা বিএনপির কমীর্ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে ইন্দুরকানী উপজেলা পরিষদের হল রুমে এই কমীর্ সভা অনুষ্ঠিত হয়। জিয়ানগর উপজেলা বিএনপি আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্থত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, শেখ হাসানুল কবির লীন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলার বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু। এসময় প্রধান অতিথি কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, কর্মী ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। কর্মীরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন কিভাবে নেতা নির্বাচন করা যায়। নেতা কর্মীর মূল্যায়ন করুক বা না করুক কর্মীর ভোটেই নেতা নির্বাচিত হবেন। তিনি আরো বলেন জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে